মোঃ জব্বার, উখিয়া •
কক্সবাজার সদর থেকে চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে ইনানী পুলিশ ফাঁড়ি।
রবিবার দুপুর দেড়টার দিকে জালিয়াপালংয়ের ইনানী চারা বটতলী এলাকার জমির আহমদের ছেলে আবদুর রশিদের গোয়ালঘরের পার্শ্ববর্তী পরিত্যক্ত স্থান থেকে গাড়িটি উদ্ধার করা হয়।
ইনানী ফাঁড়ির আইসি সাব ইন্সপেক্টর মোজাম্মেল হক ও এস আই লিটন এই অভিযান পরিচালনা করে গাড়িটি উদ্ধার করেন।
ইনানী ফাঁড়ির আইসি সাব ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান, গত শুক্রবার কক্সবাজার জেলা কৃষকলীগের সভাপতি রেজাউল করিমের সাদা রঙের গাড়িটি চুরি হয়ে যায়।
পরে কক্সবাজার পুলিশ সুপার গাড়ির নম্বরসহ সকল তথ্য পুরো জেলায় জানিয়ে থানাগুলোকে নির্দেশনা দেন।
তারই প্রেক্ষিতে ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা সজাগ থাকে এবং কৌশলে ইনানী চারা বটতলী এলাকা থেকে গাড়িটা উদ্ধার করা হয়। এই ঘটনায় পলাতক রেজাউল করিমকে আসামি করে মামলা প্রক্রিয়াধীন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-