করোনার ৮৪ হাজার টিকা আসল কক্সবাজারে: রোহিঙ্গা শিবিরে যাবে ১২ হাজার

কক্সবাজার জার্নাল ডটকম •

কক্সবাজারে ৮৪ হাজার ডোজ করোনা ভাইরাসের টিকা এসেছে। রোববার সকাল সাড়ে ৯ টার দিকে এই করোনার ভাইরাসের টিকা কক্সবাজার সিভিল সার্জন অফিসের ইপিআই স্টোরে পৌঁছানো হয়। বেক্সিমকো ফার্মার একটি কাভার্ড ফ্রিজার ভ্যানে করে আনা এসব টিকা গ্রহণ করেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান।

জানা যায়, ৮৪ হাজার ডোজ করোনা ভাইরাসের টিকাতে ৮ হাজার ৪০০ ভায়াল রয়েছে। প্রতিটি কার্টনে এক হাজার ২০০ ভায়াল টিকা আছে। প্রতিটি ভায়ালে টিকা রয়েছে ১০ ডোজ। সে হিসাবে কক্সবাজারের ৪২ হাজার নাগরিককে করোনা ভাইরাসের এই টিকা দেওয়া যাবে। একজন নাগরিককে ২ ডোজ করে করোনা ভাইরাসের এই টিকা দিতে হবে। এক ডোজ দেওয়ার ৮ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। আগামি ৭ ফেব্রুয়ারি থেকে এসব টিকা প্রদান শুরু হবে।

এর মধ্যে ১২ হাজার টিকা পাঠানো হবে রোহিঙ্গা ক্যাম্পে।
সরকারের নীতিমালা অনুযায়ী সকল সরকারী হাসপাতালের চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়, স্বাস্থ্য কর্মী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সকল কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগীয় সকল কর্মকর্তা-কর্মচারী, মেডিকেল কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, সেনাবাহিনী সহ প্রতিরক্ষা বাহিনীর সকল সদস্য, বিজিবি, পুলিশ, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, গণমাধ্যম কর্মী, ব্যাংক কর্মকর্তা, করোনা সংক্রমণ প্রতিরোধে নিয়োজিত সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, অনুমোদিত বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্য সম্পর্কিত প্রতিষ্ঠানের চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়, স্বাস্থ্য কর্মী, করোনার সম্মুখযোদ্ধা সহ আরো কিছু প্রতিষ্ঠানে নিয়োজিত স্টাফ এসব টিকা পাবেন। রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো টিকা কেবল মাত্র করোনার সম্মুখযোদ্ধাদের দেয়া হবে।
অপরদিকে, কক্সবাজার করোনার টিকা প্রদানকারি স্বাস্থ্যকর্মীদের ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

 

রোববার সকালে ইপিআই সম্মেলন কক্ষে শুরু হওয়া কর্মশালায় ৪ উপজেলার ১২ জন স্বাস্থ্যকর্মী অংশ নিচ্ছেন। দ্বিতীয় দফায় অন্য ৪ উপজেলার ১২ জন স্বাস্থ্য কর্মী অংশ নেবেন।

আরও খবর