গাঁজা, ফেনসিডিল নিয়ে উখিয়ার আরেফা ও কক্সবাজারের এক দম্পতিসহ ৩ মাদক কারবারি আটক

চট্টগ্রাম • চট্টগ্রামে দুই নারীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
চট্টগ্রামে র‌্যাব সদস্যরা ১৯৯ বোতল ফেনসিডিল ১৫ কেজি ৭’শ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন- কক্সবাজার সদরের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মো. জাকির হোসেন (৫০), তার স্ত্রী মরিয়ম খাতুন (৪০) ও উখিয়া থানার জালিয়া পাড়ার মৃত রহমত উল্লাহর মেয়ে আরুফা বেগম (৩৭)।

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুর দেড়টায় ভাটিয়ারি বিএমএ গেট এলাকায় একটি বাস থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়ারি বিএমএ গেট এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের স্বামী-স্ত্রীকে আটক করা হয়। পরে তাদের সাথে থাকা ব্যাগ থেকে ১৯৯ বোতল ফেনসিডিল ও ৪ কেজি ৭’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে বিকাল ৫টায় জোরারগঞ্জ থানার সিসি মার্কেটের সামনে অভিযানে যায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আরুফা বেগমকে আটক করা হয়। পরে তার সাথে থাকা একটি বস্তা থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের সীতাকুণ্ড ও জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর