ইমাম খাইর •
কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাহিত্যিকা পল্লী এলাকায় আবারো খুনের ঘটনা ঘটলো।
শনিবার (৩০ জানুয়ারি) রাতে সাইফুল ইসলাম (প্রকাশ সাহাবু) নামক যুবককে ছুরিকাঘাতে নির্মমভাবে খুন করা হয়েছে।
তিনি ওই এলাকার বাসিন্দা মৃত গুরা মিয়া বহদ্দারের ছেলে।
খবরটি জানিয়েছেন ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার৷
নিহতের বড় ভাই নুরুল কবির জানিয়েছেন, প্রতিপক্ষের লোকজন তাকে ঘর থেকে ডেকে নিয়ে এ ঘটনা ঘটায়।
পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বিপুল চন্দ্র দে বলেন, ময়না তদন্তের জন্য লাশ মর্গে নেওয়া হয়েছে।
পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-