কক্সবাজারে সবজির দামে স্বস্তি, বেড়েছে চাল-তেলের দাম

সাইফুল ইসলাম •


কাঁচাবাজারে শীতকালীণ সবজিতে স্বস্তি এলেও বেড়েছে চাল ও বোতলজাত সয়াবিন তেল ও খোলা ভোজ্যতেলের দাম। সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে ৫ থেকে ৮ টাকা বেড়েছে। অন্যদিকে সবজি সরবরাহ বেশি হওয়ায় দামও নি¤œমূখী বলে জানিয়েছে বিক্রেতারা।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) কক্সবাজারের বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, শীতের শাক-সবজি বাজারে সরবরাহ বেশি বিধায় দামও স্বস্তি। তবে সপ্তাহখানেকের ব্যবধানে চালের দাম কেজিতে ৫ থেকে ৮ টাকা বেড়েছে এবং ভোজ্যতেলের দাম মাসখানেক ধরে ১০ থেকে ১৫ টাকা বেড়েই গেছে

ব্যবসায়ীরা বলেছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার কারণে ভোজ্যতেলের উপর প্রভাব পড়েছে। তাই তেলের দাম বাড়তি। তাঁরা আরও বলেন, চাল ও তেলের দাম কমানোর কোন লক্ষণ দেখা যাচ্ছে না। এদিকে মাছ, মাংসসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও আগের মতোই রয়েছে।

বৃহস্পতিবার শহরের খানাইয়া বাজারে, শীতের সবজির দাম ফুলকপি প্রতিকেজি ২০ টাক,া বাঁধাকপি প্রতিকেজি ২০ টাকা, বেগুন প্রতিকেজি ৩০ টাকা, টমেটো প্রতিকেজি ২৫ টাকা, সীম প্রতিকেজি ৩০ টাকা, মুলা প্রতিকেজি ১০ টাকা, কাঁচামরিচ প্রতিকেজি ৭০ টাকা ও আলু প্রতিকেজি ৩০ টাকা বিক্রি করা হচ্ছে। মূলত বাজারে সব সবজির দামও কম দামে বিক্রি হচ্ছে।

সবজির বিক্রেতা মো. ছলিম উদ্দীন বলেন, শীতের সবজির কোন ধরণের ঘাটতি নেই। তাই সবজির সরবরাহ বেশি হওয়ায় দামও কমেছে। চাহিদরা চেয়ে উৎপাদন বেড়ে গেলে স্বাভাবিক ভাবে দাম তো কমবেই। এতে ক্রেতারাও সন্তুষ্ট রয়েছেন।

এদিকে বাজারে পেঁয়াজ প্রতিকেজি ৬৫ টাকা, আদা প্রতিকেজি ১০০ টাকা, রসুন প্রতিকেজি ১০০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও ফার্মের মরগি প্রতিকেজি ১৩০ টাকা, দেশি মুরগি প্রতিকেজি ৪০০ টাকা, গরুর মাংস প্রতিকেজি ৫৫০ টাকা থেকে ৬০০ টাকা, খাসির মাংস ৬৫০ টাকা ৭০০ টাকা বিক্রি হচ্ছে। অন্যদিকে সামদ্রিক মাছের সরবরাহ বেশি হওয়ায় মাছের বাজার স্থিতিশীল রয়েছে।

চালের দাম বাড়ছে কেন জানতে চাইলে অনেকেই বলেন, “ধানের দাম বেড়ে যাওয়ার কারণে পুরনো ধানের মিনিকেটসহ অন্যান্য চালের দাম বেড়েছে বলে শোনা যাচ্ছে।

আরও খবর