নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের পৌর এলাকায় জাল টাকার নোটসহ দুইজনকে আটক করেছে জেলা গােয়েন্দা পুলিশ।
বুধবার (২৮ জানুয়ারী) রাত ১১টায় শহেরর জানারঘোনা এলাকা থেকে ৪২ হাজার টাকার জাল নোটসহ ওই দুই জনকে আটক করা হয়।
আটককৃতরা জানারঘোনা এলাকার মৃত জামাল আহমদের পুত্র নুরুল ইসলাম (৪৫) এবং মৃত ওলা মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৩৭)।
জেলা ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জানুয়ারী রাত ১১টায় শহেরর জানারঘোনা এলাকায় অভিযান চালিয়ে ৪২ হাজার টাকার জাল নোট উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করেন। আটককৃতদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-