কক্সবাজারে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

শাহেদ মিজান •

কক্সবাজার সদরের খুরুশ্কুল কুলিয়াপাড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে মুজিবুর রহমান (৪৮) নামের এক ব্যক্তি ভাতিজার ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা ৩টারর দিকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুরুশ্কুল ইউপি চেয়ারম্যান জসিম উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জমি সংক্রান্ত বিরোধ মুজিবুর রহমানের সাথে তার মোঃ সেলিমের বিরোধ চলছিল। এনিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে ভাতিজা সেলিম চাচা মুজিবুর রহমানকে ছুরিকাঘাত করে। পরে সদর হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

আরও খবর