আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে দুর্ঘটনায় বেলাল উদ্দিন (২৫) নামের এক নছিমন চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার সন্ধ্যা রাত ৮টার দিকে মেরিন ড্রাইভ সড়কের হোটেল রয়েল টিউলিপের দক্ষিণে শফির বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইনানী ফাঁড়ির আইসি সাব-ইন্সপেক্টর মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত যুবক মধ্যম নিদানিয়া এলাকার শামসুল আলমের ছেলে। এ ঘটনায় তাৎক্ষনিক আহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতের সবাই মাইক্রোবাসের যাত্রী। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।
স্থানীয় জনতা ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় কক্সবাজারগামী একটি মাইক্রোবাস ও টেকনাফগামী একটি নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে নছিমনচালক ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় মাইক্রোবাসের থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হয়। পরবর্তীতে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
ইনানী ফাঁড়ির আইসি সাব-ইন্সপেক্টর মোজাম্মেল হক বলেন, দুর্ঘটনায় নছিমনচালক নিহত ও মাইক্রোবাসের তিন যাত্রী আহত হয়েছে। তাদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-