নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের টেকনাফে ৬ কোটি ১১ লাখ টাকার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড একশন ব্যাটেলিয়ান (র্যাব)।
সোমবার (২৫ জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলার লম্বরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আহমদ কবির (৩০) উপজেলার মিঠাপানিছড়া এলাকার মো. হাছানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মেজর মুশফিকুর রহমান বলেন, ‘মিয়ানমার কোস্টাল এরিয়া থেকে ফিশিং বোর্ডের মাধ্যমে এসব ইয়াবা নিয়ে আসেন আহমদ কবির। মোলামালগুলো নামানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ লাখ ২২ হাজার ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৬ কোটি ১১ লাখ টাকা। ’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-