জাহেদ হাসান •
কক্সবাজার পৌরসভার বাজারঘাটায় অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ উখিয়া উপজেলার পালংখালীর একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।
সোমবার(২৫ জানুয়ারী)রাত আনুমানিক ১০ টার দিকে
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম সদর মডেল থানাধীন পূর্ব বাজারঘাটায় অভিযান পরিচালনা করে প্রধান সড়কস্থ মেসার্স শাহ জব্বার এন্ড কোং দোকানের সামনের রাস্তার উপর থেকে ৫ হাজার ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
আটক আামী নুরুল আবছার (১৯)পিতা- এনাম মিয়া, সাং- ভাদিতলী ( দফাদার রশীদের বাড়ী),৮ নং ওয়ার্ড, পালংখালী- উখিয়া।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান,
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ কামরুজ্জামান বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে।এবং মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-