‘মিয়ানমার তোষণ নীতির কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন ব্যাহত হচ্ছে’

বাংলা ট্রিবিউন •

কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ ও সাহায্য সংস্থার মিয়ানমার তোষণ নীতির কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন ব্যাহত হচ্ছে। এছাড়া ধীরগতির বিচার প্রক্রিয়াও প্রত্যাবাসন না হওয়ার অন্য আরেকটি বড় কারণ। রবিবার (২৪ জানুয়ারি) রাতে রোহিঙ্গাদের ওপর এক ওয়েবিনারে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন একথা বলেন।

রোহিঙ্গা প্রত্যাবাসনের চেয়ে বাংলাদেশে মানবিক সহায়তা দিতে বেশি আগ্রহী আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু এই সহায়তা রাখাইনে দেওয়া হলে রোহিঙ্গারা ফেরত যেতে বেশি উৎসাহ বোধ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। তিনি বলেন, চার বছর পার হয়ে গেলেও একজন রোহিঙ্গাও ফেরত যায়নি।

রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য মিয়ানমারের আগ্রহ নেই জানিয়ে তিনি বলেন, তারা প্রতিশ্রুতি দিলেও এই বিষয়ে তাদের উৎসাহ দেখা যায় না। এছাড়া রাখাইনে সহায়ক পরিবেশ তৈরি না হলে এবং নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা না থাকলে রোহিঙ্গারা ফেরত যেতে আগ্রহী হবে না।

প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ সবদিক দিয়ে চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, আমরা সমমনা দেশগুলির সঙ্গে এ বিষয়ে কাজ করছি।

আরও খবর