রাজধানীর কমলাপুরে একটি গার্মেন্টসের ছয়তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
কমলাপুর বাস ডিপোর পাশে অলি গার্মেন্টসে রোববার সকাল ৭টা ৪০ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন টেলিফোনে যুগান্তরকে জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভানোর কাজে লেগে যায়। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-