সেন্টমার্টিন অদূরে ট্রলারডুবি: চার লাশ উদ্ধার, নিখোঁজ ৯

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •


সেন্টমার্টিনের উত্তর-পশ্চিমে গভীর বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারডুবির ঘটনায় চার জনের মৃতদেহ এবং ১৩জনকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডে সদস্যরা। উক্ত ঘটনায় আরও ৯জন জেলে নিখোঁজ রয়েছে সংশ্লিষ্ট সূত্রের দাবী।

খবর নিয়ে জানাযায়,২৩ জানুয়ারি (শনিবার) ভোরে সেন্টমার্টিন থেকে প্রায় ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে গভীর বঙ্গোপসাগরে ২৬ মাঝিমাল্লাসহ মাছ ধরার ‘এফবি জানযাবিল সোমকেন’ নামে একটি মাছ ধরার ফিশিং ট্রলারটি ডুবে যায়। একইদিন সকালে সেন্টমার্টিনের পশ্চিমে সাগরে ভাসমান লাশগুলো উদ্ধার করা হয়।

তবে তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের কর্মকর্তা লে. কমান্ডার এম মানসুরুল মাহদীন জানান, সেন্টমার্টিন দ্বীপ থেকে দক্ষিণ-পশ্চিম’র প্রায় ৬৫ কিলোমিটার অদূরে গভীর বঙ্গোপসাগরে ২৬ মাঝিমাল্লা নিয়ে মাছ শিকাররত অবস্থায় একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় সাগরে কর্মরত কোস্টগার্ড ও নৌ-বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে ৪টি লাশ এবং ১৩ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। এছাড়া নিখোঁজ জেলে এবং ডুবে যাওয়া ফিশিং ট্রলারটি উদ্ধার করার জন্য কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যদের উদ্ধার অভিযান চলমান রয়েছে।

এব্যাপারে সেন্টমার্টিন ইউনিয়ন চেয়ারম্যান নুর আহমদ জানান, ‘দ্বীপ থেকে অনেক অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার ফিশিং ট্রলার ডুবির ঘটনায় কোস্টগার্ড ও নৌবাহিনী সদস্যরা ৪টি মৃতদেহ এবং ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে।

তিনি আরো জানান, ট্রলার ডুবির ঘটনায় আরও ৯ জন জেলে নিখোঁজ রয়েছে বলে শুনেছি। তবে ডুবে যাওয়া ট্রলারটি সেন্টমার্টিনের নয়।

আরও খবর