টেকনাফের ইয়াবা পাচারকারী যুবক বিজিবির হাতে আটক

আবদুল জব্বার, উখিয়া •

কক্সবাজার -টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে রেজুখাল যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা ১৯৭৫ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে।

আটককৃত যুবক হলেন, টেকনাফ পুরান পাাড়া বাসিন্দা আব্দুর রহমানের ছেলে আবছার উদ্দিন (২৫)।

২২ই জানুয়ারি শুক্রবার রাত ৯ দিকে রেজু ব্রিজ দিয়ে কক্সবাজারের যাওয়ার সময় বিজিবির সন্দেহ হলে সিএনজি গাড়ি তল্লাশি করে। এসময় অভিনব কায়দায় সিএনজি গাড়ির সিটের নিচে লুকিয়ে রাখা ১৯৭৫পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা মূল্য লক্ষ ৫লক্ষ ৯২হাজার ৫০০ টাকা

রেজুখাল যৌথ চেকপোস্টের হাবিদার শফিক আটকের সত্যতা নিশ্চিত করেন।

আটককৃত যুবককে রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

আরও খবর