আবদুর রাজ্জাক •
কক্সবাজারের মহেশখালীতে পৃথক ঘটনায় ২ যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ছোট মহেশখালী ও হোয়ানক ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার রাত ৯ টায় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মাইজপাড়ায় ওয়াজ মাহফিলের বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে আনোয়ার হোসেন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়। সে ওই এলাকার নুরুজ্জামানের পুত্র।
অপরদিকে একই দিন সন্ধ্যায় উপজেলার হোয়ানক ইউনিয়নের টাইম বাজারের কাঠ ব্যবসায়ী ভুতা মিয়া সওদাগরের বাড়িতে গাছ কাটার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে আবুল কাশেম (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়। সে হোয়ানক ইউনিয়নের রাজুয়ার ঘোনা গ্রামের আব্দু রাজ্জাকের ছেলে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-