বান্দরবানে জীপ গাড়ি খাদে পড়ে নিহত ৩

বান্দরবান প্রতিনিধি •

বান্দরবানের থানচি উপজেলায় জীপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চার শ্রমিক আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১০টার দিকে থানচির লিক্রে সড়কের লিপুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশসহ স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে থানচি হাসপাতালে ভর্তি করেছে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার থানচি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী নির্মাণাধীন লিক্রে সড়কে চার কিলোমিটার নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবোঝাই একটি জীপ গাড়ি উল্টে পাহাড়ের খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলের ৩ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৪ শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার জানান, জীপ উল্টে সড়ক দুর্ঘটনায় ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৪ জন।

আরও খবর