বিজিবির হাতে ৯৭৫৫ পিস ইয়াবাসহ টেকনাফের মাসুদ আটক

আবদুল জব্বার, উখিয়া •

কক্সবাজার -টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে রেজুখাল যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা ৯৭৫৫ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে।

আটককৃত যুবক হলেন, টেকনাফের দক্ষিণ হ্নীলার ৮নং ওয়ার্ডের সৈয়দ হোসেন ছেলে মোঃ মাসুদ পারভেজ(২১)।

২০ জানুয়ারি (বুধবার) সকাল ৯টার দিকে রেজুব্রিজ দিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাওয়ার সময় বিজিবির সন্দেহ হলে সিএনজি গাড়ি তল্লাশি করে।

এসময় অভিনব কায়দায় সিএনজি গাড়ির সিটের নিচে লুকিয়ে রাখা ৯৭৫৫পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা মুল্য লক্ষ ২৯ লক্ষ ২৬ হাজার ৫শটাকা।

এসময় একটি দশ হাজার টাকা দামের এন্ড্রয়েড সেট উদ্ধার করা হয়।

রেজুখাল যৌথ চেকপোস্টের নায়ক মাজেদুর রহমান সত্যতা স্বীকার করেন।
আটককৃত যুবককে রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

আরও খবর