নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক কারবারীকে আটক করেছে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র্যাব -১৫।
র্যাব সূত্র জানায়, ১৯জানুয়ারী রাত পৌনে ৭টারদিকে মাদকের চালান ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে লিংক রোড মুহুরী পাড়া কেএম কমপ্লেক্স এন্ড রেসিডেন্সেলের সামনে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ঈদগাঁও ভোমরিয়া ঘোনার মোঃ ইলিয়াছের পুত্র মোঃ শাহীন (২০), টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালীর আবুল কালামের পুত্র ওমর ফারুক (২১) এবং একই এলাকার আকবরের পুত্র মোঃ আব্দুল্লাহ (১৯) কে আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশী করে ৯হাজার ৮শ ৫৫পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক পাচারকারীদের কক্সবাজার সদর থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-