ইমরান আল মাহমুদ •
উখিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন দীপ্ত জাগরণ সংসদের ৩য় বর্ষপূর্তি উদযাপন ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়েছে। সোমবার(১৮ই জানুয়ারি) জালিয়াপালং মোঃ শফির বিলে দিনব্যাপী দীপ্ত জাগরণ সংসদের সভাপতি ইরফানের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইনানী পুলিশ ফাঁড়ির আইসি মুজাম্মেল হক। তিনি বলেন,দেশকে মাদকমুক্ত করতে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে স্বেচ্ছাসেবী সংগঠন দীপ্ত জাগরণ সংসদের ভূমিকা প্রশংসনীয়। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথি ছিলেন জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে জালিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী,মাওলানা নুরুল বশর, আওয়ামী লীগ নেতা শহিদুল্লাহ কাইসার,এ্যাডভোকেট শাহ আমিন চৌধুরী ,এ্যাডভোকেট রাসেল,রফিকুল হুদা চৌধুরীসহ ১১টি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী অনুষ্ঠানের ২য় পর্বে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ে সহযোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদানে বাঁচে জীবন(রজব)’র কক্সবাজার জেলা সমন্বয়ক এ্যাডভোকেট শাহ আমিন চৌধুরী। কারিগরি সহযোগিতায় ছিলেন রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংগঠন হাসি মুখ ফাউন্ডেশন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-