নিজস্ব প্রতিবেদক •
চট্টগ্রামের সীতাকুণ্ডে আট কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড একশন ব্যাটেলিয়ান (র্যাব)। উদ্ধারকৃত গাঁজার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছেন র্যাব।
শনিবার (১৬ জানুয়ারি) উপজেলার ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রামের উত্তর সুনাইচার মো. আবুল কালামের ছেলে মো. সাইফুল আলম ও একই এলাকার নজির আহাম্মদের ছেলে মো. রাজু মিয়া (২২)।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিরা মাদক নিয়ে সড়কপথে কুমিল্লা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। এমন তথ্যের ভিত্তিতে শনিবার (১৬ জানুয়ারি) রাতে ৯টার দিকে উপজেলার ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে গাড়ি তল্লাশি শুরু করে র্যাব। এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি ‘তিশা এক্সক্লুসিভ’ বাস থামানো হয়। বাস থেকে দুই ব্যক্তি সুকৌশলে পালানোর সময় তাদের আটক করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আটক ব্যক্তিকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-