কোটবাজারে যাত্রা শুরু করলো ‘অভি মটরস’

ইমরান আল মাহমুদ •


উখিয়া উপজেলার ব্যস্ততম স্টেশন কোর্টবাজার ঝাউতলা দক্ষিণ স্টেশন আমির ট্রেডার্সের বিপরীতে ইমরুল সুপার মার্কেটে যাত্রা শুরু করেছে”অভি মটরস”।

শুক্রবার(১৫ই জানুয়ারি) জুমার নামাজের পর এ প্রতিষ্টানের শুভ উদ্বোধন করা হয়।

উক্ত প্রতিষ্টানে যাবতীয় মোটর সাইকেল পার্টসের মালামালের বিপুল সমাহার রয়েছে। “অভি মটরস” এ সকল প্রকার মোটর সাইকেলের মালামাল পাইকারী ও খুচরা বিক্রয় করা হয়।

“অভি মটরস” এর স্বত্বাধিকারী অভি চৌধুরী ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য সবার নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

আরও খবর