ডেস্ক রিপোর্ট •
রাজধানীর কাওরান বাজার এলাকায় প্রাইভেটকারের সিলিন্ডারের ভেতর থেকে ২৪ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের গেটের সামনে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় তিন মাদক ব্যবসায়ীকে ।
আটক ব্যক্তিরা হলো, মো. আলী হোসেন (৪৫), মো. জাকির হোসেন (৪০) ও মো. জুয়েল হোসেন (২৭)।
র্যাব-২ সহকারী পরিচালক (এএসপি) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে রাজধানীর তেজগাঁও থানার কাওরান বাজারের বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের গেটের সামনে অভিযান পরিচালনা করে একটি সাদা রঙের প্রাইভেটকারের মধ্যে থাকা চালকসহ তিন জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় প্রাইভেটকারের সিলিন্ডারে বিশেষভাবে লুকিয়ে রাখা ইয়াবার কথা স্বীকার করেন তারা। পরে সিলিন্ডার কেটে ভেতরে লুকিয়ে রাখা ২৪ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।’
তিনি বলেন, ‘কক্সবাজার থেকে অভিনব কায়দায় গাড়ির সিলিন্ডার কেটে ভেতরে ইয়াবা ঢুকিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন তারা।’ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-