ইয়াবা পাচার করতে গিয়ে লিংকরোডে ধরা পড়লো উখিয়ার যুবক মিজান

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লিংকরোডে অভিযান চালিয়ে ১ হাজার ৮৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব-১৫।

বুধবার ১৪ জানুয়ারী রাত ১টার দিকে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কক্সবাজার সদর উপজেলার লিংকরোড প্রধান সড়কের উত্তরপার্শ্বে শ্যামলী বাস কাউন্টারের সামনে পালংখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর রজবকাটার মৃত ইব্রাহিমের পুত্র মিজানুর রহমান (১৯) র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালানোর সময় র‍্যাব-১৫ এর সদস্যরা তাকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি মতে, তার সাথে থাকা ব্যাগ তল্লাশী করে র‍্যাব সদস্যরা ১ হাজার ৮৪৫ পিস  ইয়াবা উদ্ধার করে।

আটক ইয়াবাকারবারীকে কক্সবাজার সদর মডেল থানায় পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য উদ্ধার করা ইয়াবা সহ সোপর্দ করা হয়েছে।

আরও খবর