ইয়াবা পাচারকালে টেকনাফের দুই কারবারি সহ আটক-৩

জাহেদ হাসান •


চট্রগ্রাম বাঁশখালী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৭ হাজার ৬ শত পিস ইয়াবাসহ টেকনাফ উপজেলার হ্নীলার দুই মাদক কারবারি সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বুধবার (১৩ জানুয়ারী) বিকাল ৩.৪০ মিনিটের সময় বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় এসআই আকতার হোসাইন সঙ্গীয় অফিসার-ফোর্সসহ আজ বাঁশখালী থানাধীন পুইছড়ির ফুটখালী ব্রীজের দক্ষিন পাশে বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়া এলাকার বাসিন্দা জাবেদ আলীর ছেলে আফসার কে আটক করে।

একইদিন অপর অভিযানে বিকাল ৫.২৫ মিনিটের সময় ফুটখালী ব্রীজের দক্ষিন পাশ থেকে ৫ হাজার ৬ শত পিস ইয়াবাসহ সাতকানিয়ার ফজু পাড়ার বাসিন্দা মৃত মোহাম্মদ কালুর ছেলে জুবায়ের ও টেকনাফ উপজেলার লেদার মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দু শুক্কুরকে আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামল রুজু করার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন বাঁকখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

আরও খবর