উখিয়ার সাবেক মহিলা মেম্বার ও আ’লীগ নেত্রী ফের ইয়াবাসহ আটক

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজার -টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে রেজুখাল যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা যাত্রীবাহী সিএনজি গাড়ী তল্লাশী চালিয়ে ১শ ৩০পিস ইয়াবা সহ এক মহিলা মাদক কারবারিকে আটক করেছে।

আটককৃত মহিলা হলেন, উখিয়া উপজেলার রুমখাঁ মনির মার্কেট এলাকার ফজল করিমের স্ত্রী খুরশিদা করিম (৪৮)।

তিনি উখিয়া উপজেলার সাবেক মহিলা আওয়ামী লীগের নেত্রী ও হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা ইউপি সদস্য ছিলেন।

১৩ই জানুয়ারি (বুধবার) বেলা ১২টার দিকে কক্সবাজারগামী যাত্রীবাহি সিএনজি গাড়ী তল্লাশী চালালে মহিলার ভ্যানিটি ব্যাগ থেকে ১শ ৩০পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তার ব্যবহৃত দুটি মোবাইল সেট ও নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটককৃত নারীকে রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবি। রেজুখাল যৌথ চেকপোস্টের নায়েব সাইফুল ইসলাম সত্যতা স্বীকার করেন।

আরও খবর