কক্সবাজার প্রেসক্লাবে আবু তাহের সভাপতি ও মুজিব সম্পাদক নির্বাচিত, কক্সবাজার জার্নাল’র অভিনন্দন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে দৈনিক সমকালের সিনিয়র স্টাফ রিপোর্টার ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক কক্সবাজার এর পরিচালনা সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ বদিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ইঞ্জিনিয়ার মোহাম্মদ বদিউল আলম আরো জানান, গত ১১ জানুয়ারী কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ১৫ টি পদের মধ্যে প্রতিটি পদে একটি করে মনোনয়নপত্র জমা পড়ে। আবার জমাকৃত ১৫ টি মনোনয়নপত্র বাছাইতে সঠিক থাকায় প্রেসক্লাবের গঠনতন্ত্র মতে, মনোনয়ন দাখিলকৃত প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হিসাবে ঘোষনা করা হয়।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্যরা হলেন-সহ সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, সহ সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস রানা, কোষাধ্যক্ষ-এডভোকেট আয়াছুর রহমান, সাহিত্য সম্পাদক-হাসানুর রশিদ, নির্বাহী সদস্য-বদিউল আলম, তোফায়েল আহমদ, মাহবুবুর রহমান, মোহাম্মদ হোছাইন, এডভোকেট ফরিদুল আলম, জিএম আশেক উল্লাহ, নুরুল ইসলাম হেলালী সহ আরো ২ জন।

এদিকে কক্সবাজার প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আবু তাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুল ইসলামসহ কমিটির সবাইকে কক্সবাজার জার্নাল ডটকম পরিবার আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

আরও খবর