চকরিয়ায় স্বদেশ প্রত্যাবর্তন দিবসে পৌর আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

 

রাজু দাশ, চকরিয়া •


স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি পালন উপলক্ষ্যে চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ জানুয়ারী) বিকেল ৩টায় পৌরসভা ৪নং ওয়ার্ডে বর্ণমালা স্কুল মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম লিটু’র সভাপতিত্বে ও প্রচার সম্পাদক
আরিফ মাইনুদ্দীন রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী।

আলোচনা সভায় বক্তব্য দেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি যথাক্রমে ওয়ালিদ মিল্টন, আবু তালেব, আমান উদ্দিন, যুগ্ম সম্পাদক রতন কুমার সুশীল, ফেরদৌস ওয়াহিদ, সেলিম উদ্দিন লিটন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, মুজিবুর রহমান লিটন, ফরিদুল ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মিটু, পৌরসভা ছাত্রলীগের সহ সভাপতি রাজু দাশ।

উপস্থিত ছিলেন, পৌরসভা আওয়ামী লীগের সদস্য মিফতাব উদ্দিন চৌধুরী, ফজল কাদের, সুমন কান্তি দাশ, গিয়াস উদ্দিন, ফজল করিম, পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাঃ সম্পাদক নুরুস শফি, ২ নং ওয়ার্ড সভাপতি নাজেম উদ্দিন ভুট্টু, সাঃ সম্পাদক নুরুল আবছার বাদশা, ৩নং ওয়ার্ড সাঃ সম্পাদক ছফুর আলম, ৪নং ওয়ার্ড সভাপতি রতন কুমার চৌধুরী, সাঃ সম্পাদক মোহাম্মদ ইসহাক, ৫নং ওয়ার্ড সভাপতি সিকান্দর বাদশ নাগু সও, সাঃ সম্পাদক জমির উদ্দিন মেম্বার, ৬নং ওয়ার্ড সভাপতি আবুল কালাম সও. সাঃ সম্পাদক জয়নাল আবেদীন, ৭নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন, সা. সম্পাদক রফিকুল আলম, ৮নং সভাপতি আহমদ রেজা, সাঃ সম্পাদক মোঃ রিয়াদ উদ্দিন, ৯নং ওয়ার্ড সভাপতি হুমায়ন কবির কমিশনার, সাঃ সম্পাদক বেলাল উদ্দিন।

আলোচনা সভায় বক্তৃরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এইদিনে তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। এর আগে ৮ জানুয়ারি পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে দীর্ঘ ৯ মাস কারাভোগের পর মুক্তি লাভ করে বাংলাদেশে ফিরে আসেন। সেদিন লাখো জনতা বিমান বন্দরে তাকে স্বগত জানান। এবং বক্তারা আগামী পৌর নির্বাচনের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন তাকে বিজয়ী করতে সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

আরও খবর