মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া •
বছরের এসময় টুকু বঙ্গোপসাগর একেবারে শান্ত, স্নিগ্দ্ধ। প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যের ভ্রমণ প্রেয়সীদের অবকাশ যাপনের প্রিয় গন্তব্য স্থল সমুদ্র সৈকত। সাগর পাড়ে নিবিড় প্রশান্তিতে অবকাশ যাপনের জন্য সুবিশাল বিচ ও বেলাভূমি সবার প্রথম পছন্দ। শুক্রবার ছুটির দিনে ইনানী সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকের ব্যাপক ভিড়। তবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।
সকাল থেকেই সৈকতে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করে। শীত উপভোগ করতে দেশের দূর দূরান্ত থেকে আসছেন তারা।
আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সৈকতের সবকটি পয়েন্টই লোকে লোকারণ্য। প্রতিটি স্পটে পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক কাজ করছে টুরিস্ট পুলিশ। হোটেল-মোটেলেও কক্ষ খালি নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
পর্যটন কর্পোরেশনের হিসেব মতে, প্রতি বছর এসব পর্যটন এলাকায় ৬০ লাখ দেশি-বিদেশি পর্যটক ভ্রমণ করেন কক্সবাজারে।
শুধু ইনানী সমুদ্র সৈকত নয়, পর্যটন সংশ্লিষ্টদের মতে, করোনার মহামারিতেও পর্যটকদের ভিড় জমেছে কক্সবাজার সমুদ্র সৈকত, প্রবাল দ্বীপ সেন্টমার্টিন, টেকনাফ, শাহ পরীর দ্বীপ,, হিমছড়ি, রামুর বৌদ্ধপল্লী, চকরিয়ার ডুলাহাজরা বঙ্গবন্ধু সাফারি পার্ক, মহেশখালীর আদিনাথ, সোনাদিয়াসহ পুরো কক্সবাজারের পর্যটন স্পটেও।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-