উখিয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন

ফারুক আহমদ , উখিয়া •

চিরতরে বন্ধু সংগঠন বাংলাদেশ, হলদিয়া পালং ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২১ সম্পন্ন।

গতকাল (৮ জানুয়ারি) শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় হলদিয়া পালং ইউনিয়নের নতুন বাজার লেঙ্গুরবিল, রুস্তম আলী চৌধুরী দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

উক্ত হিফজুল কোরআন প্রতিযোগিতায়, (ক) গ্রুপে ১০ পারায় ১ম স্থান অর্জন করেন, মোঃ সাকিব, পিতা- মাওলানা ওবায়দুল হক, দারুল উলুম মাদ্রাসা দারিয়ার দিঘী রামু।

(ক) গ্রুপে ২য় স্থান অর্জন করেন, নুর জায়েদ, পিতা- নুরুল আজিম, তাজবীদুল কোরআন হেফজখানা ও এতিম খানা।

(ক) গ্রুপে ৩য় স্থান অর্জন করেন, মোঃ রফিকুল ইসলাম (রাকিব), পিতা- মৌঃ আবদুর রহিম, আল-হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসা।

উক্ত হিফজুল কোরআন প্রতিযোগিতায়, (খ) গ্রুপে ১৫ পারায় ১ম স্থান অর্জন করেন, মুহাম্মদ শহিদ উল্লাহ, পিতা – আব্দুল জব্বার, সোলতানিয়া আযীযুল উলুম মাদ্রাসা উখিয়া।

(খ) গ্রুপে ১৫ পারায় ২য় স্থান অর্জন করেন,
হামিদ উল্লাহ, ক্বারী কলিম উল্লাহ, দারুল উলুম মাদ্রাসা দারিয়ার দিঘী রামু।

(খ) গ্রুপে ১৫ পারায় ৩য় স্থান অর্জন করেন, আফজলুল্লাহ, পিতা- মুহিব্বুল্লাহ, তাজবীদুল কোরআন হেফজখানা ও এতিম খানা।

উক্ত হিফজুল কোরআন প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম রিজভী, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি চিরতরে বন্ধু সংগঠন বাংলাদেশ। উপস্থিত ছিলেন, এডভোকেট আব্দুল হক, সাবেক উপাধ্যক্ষ- উখিয়া ডিগ্রি কলেজ।
উপস্থিত ছিলেন, মাস্টার নুরুল হক, সহকারী শিক্ষক- উত্তর বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আরো উপস্থিত ছিলেন, হোসনে মোবারক শাহীন, সিনিয়র সভাপতি, চিরতরে বন্ধু সংগঠন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা। মোঃ হামিদ, সহ-সভাপতি চিরতরে বন্ধু সংগঠন বাংলাদেশ উখিয়া উপজেলা শাখা, তাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক চিরতরে বন্ধু সংগঠন বাংলাদেশ উখিয়া উপজেলা শাখা, রাসেদ সিকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক চিরতরে বন্ধু সংগঠন বাংলাদেশ উখিয়া উপজেলা শাখা। আরো উপস্থিত ছিলেন, হলদিয়া পালং ইউনিয়ন শাখার বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ।সার্বিক সহযোগিতায়- রেঙ্গুরবিল তাহাফ্জুল খতমে নবুওয়ত সংস্থা। অনুষ্ঠান পরিচালনা করেন, হাফেজ কফিল উদ্দিন।

আরও খবর