জেলের ঝুড়িতে ২ কোটি টাকার ইয়াবা: টেকনাফে দুই মাদক কারবারি আটক

গিয়াস উদ্দিন ভুলু/জাহেদ হাসান •

টেকনাফে মাদক পাচার প্রতিরোধে দায়িত্ব পালনকারী আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের চোঁখ ফাঁকি দিয়ে মাদক কারবারে জড়িত অপরাধীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে ইয়াবা পাচার অব্যাহত রেখেছে।

তারেই ধারাবাহিকতায় জেলের ছদ্ধবেঁশে ইয়াবা পাচার করার সময় ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

পুলিশের কাছ থেকে তথ্য নিয়ে জানাযায়,৮ জানুয়ারি (শুক্রবার) গভীর রাত ১২ টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের ডেইল পাড়া এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হচ্ছে,টেকনাফ হোয়াইক্যং ইউনিয়ন কান্জরপাড়া এলাকার মোঃ জাকারিয়ার পুত্র নুরুল ইসলাম (৩০), পৌরসভা ৯নং ওয়ার্ড খাংকার ডেইল এলাকার মৃত মোঃ শাব্বির আহমেদ’র পুত্র জামাল হোসেন (৩৫)।

৯ জানুয়ারি (শনিবার) সকালে এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাফিজুর রহমান।তিনি বলেন,‘মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে আসার পর পাচারকারীরা জেলে সেঁজে ইয়াবার চালানটি পাচার করছে, সেই গোপন সংবাদটি পুলিশ জানতে পারে। সেই তথ্য অনুযায়ী অত্র থানার কর্মরত ইন্সেপেক্টর (অপারেশন) খোরশেদ আলম এর নেতৃত্বে পুলিশের একটি দল স্থানীয়দের সহযোগীতায় সাবরাং ডেইল পাড়া রাস্তার মুখে মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে গেলে মাদক পাচারে জড়িত অপরাধীরা কৌশলে পালিয়ে যাবার সময় জেলে নাম ধারী দুই যুবককে আটক করে পুলিশ। এরপর তাদের কাছে থাকা মাছ ধরার জালের ঝুড়ির ভেতর থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ইয়াবাসহ আটক অপরাধীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে কারাগারে প্রেরন করা হয়েছে।####

আরও খবর