কক্সবাজারে মোমবাতির আগুনে পুড়ল ১০ বসতঘর

কক্সবাজার প্রতিনিধি •

কক্সবাজার সদর উপজেলায় মোমবাতির আগুনে ১০টি বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আগুন নিয়ন্ত্রণে এনেছে।
বুধবার সন্ধ্যায় ওই উপজেলার ভারুয়াখালী ইউনিয়নে আর্দশ গ্রাম হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, একটি ঘরের মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘরগুলো পাশাপাশি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ১০টি ঘর ও মালামাল পুড়ে যায়।

আগুনে ক্ষতিগ্রস্ত সুমন শর্মা বলেন, মুহূর্তেই আমাদের সবকিছু ছাই হয়ে গেছে। আমরা এখন খোলা আকাশের নিচে চলে এসেছি।

ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান জানান, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে- পূজার কাজে ব্যবহৃত মোমবাতি থেকে আগুন লাগতে পারে।

আরও খবর