গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফে গলায় ফাঁস লাগানো অবস্থায় অভিমানি এক রোহিঙ্গা স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
টেকনাফের হ্নীলা ইউনিয়ন দমদমিয়া এলাকার ২৭নং রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরধরে স্ত্রীর সাথে অভিমান করে এই ঘটনাটি সংঘটিত হয়েছে বলে জানায় স্থানীয় ও ক্যাম্প থাকা রোহিঙ্গারা।
৬ জানুয়ারি (বুধবার) দুপুর ১টার দিকে টেকনাফের হ্নীলা দমদমিয়া ন্যাচারপার্ক সংলগ্ন ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লক’র বাসিন্দা আবুল বশরের পুত্র মোঃ ইয়াছিন (৩৫) কে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। পরিবার ও পার্শ্ববর্তী রোহিঙ্গারা তা দেখতে পেয়ে ক্যাম্পে কর্মরত পুলিশকে খবর দেয়।
এরপর ক্যাম্পে দায়িত্বরত পুলিশের ইন্সপেক্টর এহসানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করে এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্সপেক্টর এহসান ও স্থানীয়রা জানায় আত্মহত্যাকারী স্বামী তার স্ত্রীর সাথে গত কয়েকদিন আগ থেকে পারিবারিক বিষয় নিয়ে কলহের সৃষ্টি হলে স্ত্রী অভিমান করে বাপের বাড়ি চলে যায়। স্বামী নিজে ও লোক মারফতে স্ত্রীকে ঘরে ফিরে নিয়ে আসার জন্য চেষ্টা করে। অবশেষে স্ত্রী ফিরে না আসায় অভিমানী স্বামী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে বলে জানায় তারা। ###
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-