উখিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বুধবার

আবদুল্লাহ আল আজিজ •

সড়ক ও জনপথ বিভাগের উন্নয়ন কাজের জন্য বৈদ্যুতিক লাইন ও খুঁটি সরাতে উখিয়া উপজেলায় বুধবার ৬ জানুয়ারী সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। উখিয়া জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী গোলাম সরওয়ার মোর্শেদ কক্সবাজার জার্নালকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সড়ক ও জনপথ বিভাগের রাস্তার উন্নয়নের জন্য উল্লেখিত সময়ে বৈদ্যুতিক লাইন ও খুঁটি স্থানান্তর কাজ চলবে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়ে বুধবার উখিয়ায় মাইকিং করা হয়েছে বলে জানান- প্রকৌশলী গোলাম সরওয়ার মোর্শেদ।

এদিকে, উন্নয়ন কাজ করতে গিয়ে জনসাধারণের সাময়িক অসুবিধা হওয়ায় উখিয়া জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী গোলাম সরওয়ার মোর্শেদ বিদ্যুৎ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

আরও খবর