নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীতে এতিমদের খাবার বিতরণ, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাইশারী ছাত্রলীগ।
সোমবার (৪ জানুয়ারী) সন্ধ্যা ৭টায় ইউনিয়ন ছাত্রলীগ সহ সভাপতি তাহের মুর্শেদ ও সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলামের নেতৃত্বে মধ্যম বাইশারী আব্দুর রহমান ইবনে আউফ (রা:), হেফজখানা ও রহমানিয়া এতিমখানার এতিম শিক্ষার্থীদের খাবার বিতরন শেষে দোয়া মাহফিল করা হয় এবং পার্বত্যবীর পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র উন্নয়নের মহা পরিকল্পনার অংশ রাজঘাট ব্রীজে কেক কাটা উৎসব পালন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী যুবলীগের সাধারন সম্পাদক মোঃ নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক নুরুল কবির রাশেদ, স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক মোহাম্মদ উল্লাহ, ছাত্রলীগের সহ সভাপতি রিফাত সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-