মোঃ জয়নাল আবেদীন টুক্কু •
রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের দুই মোটর সাইকেল আরোহী চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে সড়ক দূর্ঘটনায়,নিহত হয়েছে। রবিবার (৩ জানুয়াি) রাতে ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ এলাকার শাহ আমানত ফিলিং স্টেশনের পাশে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রামুর গর্জনিয়া ইউনিয়নের টাইম বাজার এলাকার মোঃ ইদ্রিসের ছেলে মোঃ আরফাত (২২) ও মৃত মোঃ কালু মিয়ার ছেলে মোঃ ছুরুত আলম (২৩)। পরিবার।
সূত্রে জানা যায়, গর্জনিয়া থেকে মোটর সাইকেল যোগে দুই যুবক কুমিল্লা বেড়াতে যায়। ঐদিন ফেরার পথে ভাটিয়ারীতে অজ্ঞাত একটি গাড়ি মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। এসময় মোটর সাইকেলটি চুর্ণবিচুর্ণ হয়ে যায়।
খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই রুহুল আমিন ও ফৌজদারহাট ফাঁড়ির এসআই ঘটনাস্থলে গিয়ে লাশ দুইটি উদ্ধার করে। এব্যাপারে রুহুল আমিন বলেন,কুমিল্লা থেকে মোটর সাইকেল যোগে কক্সবাজারের উদ্যেশ্যে যাওয়ার পথে ভাটিয়ারীতে পৌঁছালে এ দূর্ঘটনায় পতিত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এদিকে তাদের মৃত্যুর খবরে এলাকায় ছড়িয়ে পড়লে আত্মীয়, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
ফৌজদারহাট ফাঁড়ি পুলিশ জানান তাদের কোন গাড়ি চাপা দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। আমরা লাশ দুইটি ও একটি মোটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর পর নিহতের পরিবারে খবর দেওয়া হয়েছে,তারা এলে আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-