টেকনাফ সীমান্ত থেকে ইয়াবাবর্তী বস্তা উদ্ধার!

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •

টেকনাফ খারাংখালী নাফনদী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মুল্যের ইয়াবার একটি চালান উদ্ধার করেছে। তবে এই ইয়াবার চালানটির সাথে জড়িত কোন মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির পাঠানো তথ্য সূত্রে জানাযায়,৩ জানুয়ারী(রবিবার) রাত সাড়ে ৮টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের আওয়তাদ্বীন খারাংখালী বিওপির বিশেষ টহল মিয়ানমার হতে মাদকের চালান আসার সংবাদ পেয়ে ক্যাম্পের উত্তর-পূর্ব পাশে বেড়িবাঁধ সংলগ্ন লবণ মাঠে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর মাদক পাচারে জড়িত দুস্কৃতকারী এক ব্যক্তি ১টি বস্তা কাঁধে নিয়ে বেড়িবাঁধ অতিক্রম করে লবণ মাঠ দিয়ে গ্রামের দিকে আসার পথে বিজিবির উপস্থিতি লক্ষ্য করা মাত্র মাথার উপর থাকা বস্তাটি ফেলে দৌঁড়ে কেওড়া বাগানের দিকে পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল তল্লাশী করে কোন অপরাধীকে আটক করতে না পারলে ইয়াবাবর্তী একটি বস্তা উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।

জব্দকৃত বস্তাটি খুলে ১কোটি ৮০লক্ষ টাকা মূল্যমানের ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

টেকনাফ ২বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, উদ্ধারকৃত ইয়াবা গুলো পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষ, মাদকদ্রকব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ২ বিজিবি সদর দপ্তরে জমা রাখা হয়েছে।####

আরও খবর