রাসেদুল ইসলাম •
কক্সবাজারের উখিয়া স্টেশনের পান বাজার রোড সংলগ্ন ফিরোজের দোকান থেকে ৯৮০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ৷
গ্রেপ্তারকৃত নূর মোহাম্মদ (৩০) উখিয়া কুতুপালং ১ নং ব্লকের -ডি এর জাফর আলম এর ছেলে৷
বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধা ৬:৩০ মিনিটের দিকে উখিয়া স্টেশনে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি মোহাম্মদ আলীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়৷
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ আলী এ প্রতিবেদককে জানান, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোহিঙ্গা যুবককে ৯৮০ পিস ইয়াবাসহ যুবককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।’’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-