৯ হাজার ইয়াবাসহ পালংখালীর ইয়াবা কারবারিকে ধরলো ডিএনসি!

জাহেদ হাসান •

শহরের পৌরসভার বাজারঘাটা থেকে ৯ হাজার ইয়াবাসহ উখিয়া উপজেলার পালংখালীর ১ কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।

সোমবার ২৮ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে বাজারঘাটা রোকেয়া বার্মিজ মার্কেটের সামনে থেকে ৯ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

আসামী, আবদুল আজিজ (৪০)পিতা- মোঃ সোলাইমান,সাং- চুরাখোলা,৪ নং ওয়ার্ড,পালংখালী- উখিয়া- কক্সবাজার।

এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, আমরা জানতে পারি যে একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী ইয়াবা পাচারের উদ্দেশ্যে উল্লেখিত স্থানে অবস্থান নিয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞেসাবাদে সে দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করে।আটককৃত আসামীর বিরুদ্ধে পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় একটি একটি নিয়মিত মামলা দায়ের করেন।এবং মাদকের বিরুদ্ধে চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরও খবর