উখিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আমানুল্লাহ আটক

নিজস্ব প্রতিবেদক •

উখিয়ায় ৯ হাজার ৯শ ৫০পিস ইয়াবাসহ সহ এক ইয়াবাকারবারীকে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব ১৫।

রোববার ২৭ ডিসেম্বর ১২ টা ১৫ মিনিটের দিকে এ অভিযান চালানো হয়।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, উখিয়ার কুতুপালং বুড়ির ঘরস্থ শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ডাম্পিং স্টেশনের নিকটে কক্সবাজার-টেকনাফ সড়কের উপর থেকে কক্সবাজার পৌরসভার ২নম্বর ওয়ার্ডের উত্তর নুনিয়াছটার মৃত মোঃ হোছন ও জুলেখা আক্তারের পুত্র মোঃ আমানুল্লাহ (৪০) র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় র‍্যাব-১৫ সদস্যরা তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মতে, দেহ তল্লাশী করে, তার কাছে থাকা পলিথিন ব্যাগ থেকে র‍্যাব সদস্যরা ৯ হাজার ৯৫০ পিচ ইয়াবা উদ্ধার করে।

আটক ইয়াবাকারবারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

আরও খবর