রামুর ঈদগড়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে আহত শিশুর মৃত্যু

কামাল শিশির,রামু

ঈদগড় -ঈদগাঁও সড়কের ধুমছাকাটা এলাকায় ২৪ ডিসেম্বর দুপুর ১২ টায় ট্রাক –সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত শিশু নুফাইসার (৪) মৃত্যু হয়েছে।

আহত নুসাইফা (৪) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষ অবস্থায় ২৫ ডিসেম্বর ভোর ৪টায় মারা যান।

ঈদগড় পুলিশ ক্যাম্পের নায়েক আল আমিনের নেতৃত্বে জনগণ এগিয়ে এসে আহত নুফাইসাকে উদ্ধার করে হাসপতালে প্রেরণ করেন।

শিশু নুফাইসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার মামা ঈদগড় সিনজি সমিতির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান।

নিহত নুফাইসা ঈদগড় কোনার পাড়া এলাকার আফালাতুন এর মেয়ে। তার মৃত্যুতে পরিবারের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর