রোহিঙ্গাদের কারণে বেড়েছে ইয়াবা পাচার, পাল্টেছে কৌশল

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের উখিয়া বাংলাদেশ টেলিভিশন টাওয়ার উপকেন্দ্র সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকার ৯ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ ১ জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী উখিয়া উপকেন্দ্র‘র টেলিভিশন টাওয়ার সংলগ্ন রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি দল বৃহস্পতিবার দুপুর দেড়টায় উক্ত স্থানে পৌঁছালে মাদক কারবারী পালিয়ে যাওয়ার সময় উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২, ব্লক-ই-৩ এর সৈয়দ আলমের পুত্র আব্দুস শুক্কুর (২৪)কে ধরে ফেলে।

এসময় গ্রেফতারকৃতকে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর দেহ তল্লাশী করে তার সাথে থাকা পলিথিন ব্যাগ হতে সর্বমোট ৯ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান,গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর