টেকনাফ প্রতিনিধি •
টেকনাফের শাহপরীর দ্বীপে সমুদ্র সৈকত এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ে আনুমানিক ৩০ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ঘোলারচর এলাকা থেকে এক ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো হাফিজুর রহমান।
ওসি আরও বলেন, বুধবার বিকেলের দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ঘোলারচরে সাগরে জোয়ারের পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন বিজিবির মাধ্যমে থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত লাশের কোনো ধরনের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
সাবরাং ইউপির ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ নুরুল আমিন বলেন, জোয়ারের পানিতে ভেসে আসা লাশটির কোনো পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, লাশটি অন্য কোনো জায়গা থেকে ভেসে আসতে পারে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-