জেলা ছাত্রলীগ সভাপতির রোগমুক্তি কামনায় মাহমুদুল হাসান চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি •

কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি এসএম সাদ্দাম হোসেনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে উখিয়া উপজেলা ছাত্রলীগের তৃণমূলের নেতাকর্মীরা।

মঙ্গলবার উখিয়া উপজেলা ছাত্রলীগ নেতা মাহামুদুল হাসান চৌধুরীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রিয়াজ, মুহিদ,ফারুক, ওমর ফারুক,আব্দুল জলিল,নাঈমসহ নেতৃবৃন্দরা।

মোনাজাত পরিচালনা করেন রত্নাপালং হেফজখানার পরিচালক মৌলভী হেলাল উদ্দিন।

উল্লেখ্য, কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি এসএম সাদ্দাম হোসেন অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বিগত দিনেও কক্সবাজার জেলা ও উখিয়া উপজেলায় ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে মাহামুদুল হাসান চৌধুরী তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় জেলা ছাত্রলীগ সভাপতির রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আরও খবর