নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ৮টি গুদাম আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। এরপর বিমান বাহিনী ও ফায়ার সার্ভিসের আধাঘন্টার প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিস জানায়; মৎস্য অবতরণ কেন্দ্রের ভাড়া দেয়া ৮টি গুদাম। যেখানে ব্যবসায়ীরা মাছ ও ককসীটের গুদাম হিসেবে ব্যবহার করত। কিন্তু সোমবার দুপুরে হঠাৎ সিগারেট থেকে গুদামে আগুন লেগে যায়। তারপর ব্যাপক আকারে আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষনিক আগুন খবর পেয়ে বিমান বাহিনী, ফায়ার সার্ভিস যৌথভাবে আধাঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-