ডিবির অভিযানে ইয়াবাসহ হ্নীলার শামশু আটক

জাহেদ হাসান :


কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাট মোড়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

রবিবার (২০ ডিসেম্বর)রাত সাড়ে ৯টার দিকে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে পরে উপস্থিত সাক্ষীদের সামনে গণনা করে ৬ হাজার ৯শত পিস পাওয়া যায়।

আসামী শামসুল আলম (২৫)পিতা- মৃত আব্দুল হক, মাতা- আয়শা বেগম, সাং- নাট মোড়া পাড়া,হ্নীলা, টেকনাফ -কক্সবাজার।

আটক আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জেলা গোয়েন্দা পুলিশ নিশ্চিত করেছেন।

আরও খবর