জাহেদ হাসান :
উখিয়া থানা পুলিশের একটি চৌকষ টিম বিশেষ অভিযান চালিয়ে ৪ শত পিস ইয়াবাসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আজ (১৯ডিসেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে উখিয়া থানা পুলিশের একটি চৌকষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজন মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করে পরে উপস্হিত সাক্ষীদের সামনে গণনা করে ৪শত পিস ইয়াবা পাওয়া যায়।
আসামী ১। আব্দুর শুক্কর (৩৫)পিতা-দেলোয়ার হোসেন, সাং- পল্ল্যানপাড়া ২। ফজল করিম প্রকাশ ফজলু (৩৭), পিতা মৃত-উমর মিয়া, সাং-মাল ভিটা পাড়া, উভয় থানা-উখিয়া
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-