চট্টগ্রাম •
চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক দুই অভিযানে ইয়াবাসহ চার যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা।
গ্রেপ্তারকৃতরা হল- মো. ইলিয়াছ (২৮), আব্দুর রহমান (২৫), কায়কোবাদ প্রকাশ কায়সার (২৯) ও মো. শাহাবুদ্দিন (২৩)। শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবা পাচারকালে উপজেলার মা ও শিশু জেনারেল হাসপাতালের সামনে থেকে মো. ইলিয়াছ ও আব্দুর রহমানকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে, উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে থেকে কায়কোবাদ প্রকাশ কায়সার ও মো. শাহাবুদ্দিনকে আটক করা হয়। তাদের কাছ থেকেও তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক সংরক্ষণ ও বহনের অপরাধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-