মাথায় বিজয় দিবসের স্মারক ব্যান্ড বেঁধে পেটে ইয়াবা নিয়ে দুই রোহিঙ্গা চট্টগ্রামে!

চট্টগ্রাম •


চট্টগ্রামে পেটের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে পরিচয় গোপন করে ইয়াবার প্যাকেট গিলে পেটের ভিতরে করে পাচারকালে দু’জন রোহিঙ্গা যুবককে নগরীর রেল স্টেশন রোড এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত দুইজন রোহিঙ্গাই কক্সবাজারের টেকনাফের মুচনি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্টেশন রোডের পুলিশ বক্স সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা প্রথমে রোহিঙ্গা পরিচয়টি গোপন করেছিলেন। পুলিশের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা রোহিঙ্গা এবং পেটের ভেতরে করে ইয়াবা পাচারের কথা স্বীকার করেন।

তিনি আরও জানান, “দুইজনকে থানায় এনে ইয়াবাগুলো বের করা হয়। ছোট ছোট প্যাকেটের ভেতরে করে ইয়াবাগুলো তারা গিলে পেটের ভেতর নিয়েছিল।” একজনের পেট থেকে ছোট ছোট ২৫টি এবং আরেকজনের পেট থেকে ২২টি ছোট পলিথিনের প্যাকেট বের করা হয় বলে ওসি জানান। যেগুলোর প্রতিটিতে ৫০টি করে ইয়াবা ছিল। মাথায় বিজয় দিবসের স্মারক ব্যান্ড বেঁধে দুই রোহিঙ্গা টেকনাফ থেকে চট্টগ্রাম আসে। তাদের নিয়ে যাতে কেউ সন্দেহ না করে, সেজন্য এই বেশ নিয়েছিল তারা।

আরও খবর