নিজস্ব প্রতিবেদক •
স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে কক্সবাজারের উখিয়ার একমাত্র বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হেলপ কক্সবাজার’।
তারই ধারাবাহিকতায় DFAT এর অর্থায়নে ব্র্যাকের সহায়তায় স্থানীয়দের জন্য মানবিক সহায়তা প্রকল্পের আওতায় হেলপ কক্সবাজার এর উদ্যোগে প্রশিক্ষিত ২০০ পরিবারকে জীবিকার উন্নয়নে উপকরণ সামগ্রী দেওয়া হয়।
১৫ ডিসেম্বর (মঙ্গলবার) জালিয়াপালং ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এ উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপকারভোগীদের পছন্দমত মুরগি পালন, সবজি উৎপাদন, আচার ও পিঠা তৈরীর সামগ্রী, নকশীকাঁথা ও ক্ষুদ্র ব্যবসার বিভিন্ন সামগ্রী দেওয়া হয়।
এসব উপকরণ সামগ্রী উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ মেম্বারদের সাথে সমন্বয় করে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্য বিধি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ও স্থানীয় ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকের উপস্থিতিতে অতি দরিদ্র, অসহায়, বিধবা এবং প্রতিবন্ধীদের মাঝে এ উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
হেলপ কক্সবাজারের উপকারভোগী এমরান বলেন, “আমি শারীরিক ভাবে প্রতিবন্ধী হওয়ায় নড়াচড়া করতে সমস্যা হয় এবং আর্থিকভাবে গরীব হওয়ায় ছোট্ট একটি দোকান করে জীবিকানির্বাহ করি। দোকানে আমার পুঁজি কম হওয়ায় ভালভাবে ব্যবসা পরিচালনা করতে পারছিনা। ঘরে কোনমতে খেয়ে না খেয়ে জীবন কাটিয়ে দিচ্ছি। এই অবস্থায় হেলপ কক্সবাজার কর্তৃক যে সাহায্য পেয়েছি তা দিয়ে দোকানে বিভিন্ন আইটেম তৈরি করে তা বিক্রি করে উপার্জন করতে পারবো, এ জন্য হেলপ কক্সবাজারকে ধন্যবাদ জানাই”।
হেলপ কক্সবাজার কর্তৃক উপকরণ সামগ্রী বিতরণ প্রসঙ্গে ইউপি সদস্যা আনোয়ার বেগম বলেন “হেলপ কক্সবাজার আমার এলাকার জনগনের জন্য যে সমস্ত সহায়তা প্রদান করেছেন তা খুবই উপকারের হয়েছে।”
হেলপ কক্সবাজার এর এমন উদ্যোগের কারণে জনগণের আয়ের আরেকটি সুযোগ তৈরি হয়েছে। এছাড়াও হেলপ কক্সবাজার এর চলমান প্রকল্পকে তিনি সাধুবাদ জানান।
হেলপ কক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাসেম জানান, এতদঞ্চলের মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে স্থানীয় সংস্থা হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। আমি উখিয়ার স্থানীয় জনগণের জীবন মান উন্নয়নে দাতা সংস্থাদের আরো এগিয়ে আসার আহব্বান জানাচ্ছি।
উল্লেখ্য যে, হেলপ কক্সবাজার উখিয়া উপজেলার একমাত্র বেসরকারি উন্নয়ন সংস্থা যা দীর্ঘদিন থেকে দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে কাজ করে আসছে।
বর্তমানে কক্সবাজার জেলায় জালিয়াপালং এর জনগোষ্ঠীর জীবন মানের উপর এর প্রভাব ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-