উখিয়ায় ওয়ার্ল্ড ভিশনের গুদাম থেকে বিপুল ধারালো যন্ত্রপাতি জব্দ, কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক •

উখিয়ায় এনজিও ওয়ার্ল্ড ভিশনের গুদাম থেকে ধারালো যন্ত্রপাতি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

১৪ ডিসেম্বর সোমবার রাজাপালং ইউনিয়নের মুহুরীপাড়া এলাকায় এনজিও ওয়ার্ল্ড ভিশনের ওয়্যারহাউজ (গুদাম) এ এই অভিযান চালানো হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, সোমবার রাজাপালং ইউনিয়নের মুহুরীপাড়া এলাকার ওয়াল্ড ভিশনের ওয়্যারহাউজে (গুদাম) অভিযান চালানো হয়। এতে গুদামে ধারালো দা, শাবল ইত্যাদি মজুদ অবস্থায় পাওয়া যায়।

তিনি জানান, এইসব কৃষি যন্ত্রপাতি বিতরণের জন্য উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন বা আরআরসি অনুমোদন পত্র আছে কিনা জানতে চাইলে তারা কোন ধরনের অনুমতিপত্র দেখাতে না পারায় ওয়ার্ল্ড ভিশনকে কারন দর্শানো নোটিশ দেয়া হয়েছে। পরে ধারালো যন্ত্রপাতি গুলো জব্দ করে উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালাহ উদ্দিনের জিম্মায় দেয়া হয় বলে তিনি জানান।

উল্লেখ্য, ২০১৯ সালের কোটবাজার স্টেশনে ভালুকিয়া সড়কের রনজিত দাশের কামারের দোকান থেকে এনজিও মুক্তি কক্সবাজারের নামে অর্ডারকৃত বিপুল বেশ কিছু ধারালো অস্ত্র জব্দ করে উখিয়া উপজেলা প্রশাসন। এরপরে ৪ সেপ্টেম্বর ২০২০ উখিয়ার মালভিটাপাড়াস্থ শেড অফিস থেকে বিপুল পরিমাণ ধারালো দা, খুন্তি, বেলচা, হাতুড়ি উদ্ধার করা হয়।

আরও খবর